29 C
আবহাওয়া
১:২৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২৩, ২০২৩
Bnanews24.com
Home » লোহাগাড়ায় পুলিশের কব্জি বিচ্ছিন্নকারি কবির গ্রেপ্তার

লোহাগাড়ায় পুলিশের কব্জি বিচ্ছিন্নকারি কবির গ্রেপ্তার

লোহাগাড়ায় পুলিশের কব্জি বিচ্ছিন্নকারী কবির আহমেদ(৪০)

বিএনএ, লোহাগাড়া(চট্টগ্রাম) : দক্ষিণ চট্টগ্রামের থানা লোহাগাড়ায় পুলিশের কব্জি বিচ্ছিন্নকারী কবির আহমেদ(৪০) কে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) রাতে লোহাগাড়ার পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

তার গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

উল্লেখ্য, গত রবিবার (১৫ মে) সকাল ১০টার দিকে লোহাগাড়ার থানার উপপরিদর্শক (এসআই) ভক্ত চন্দ্র দত্তের নেতৃত্বে পুলিশের একটি দল আসামি কবির আহমদকে গ্রেপ্তারের জন্য লালারখিল এলাকার বাড়িতে অভিযান চালায়। এ সময় আসামি কবির আহমদ গ্রেপ্তার এড়ানোর জন্য ধারালো দা নিয়ে পুলিশের ওপর হামলা করেন। এতে দায়ের কোপে কনস্টেবল মো. জনি খানের এক হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় পুলিশের আরেক সদস্য শাহাদাত ও মামলার বাদী আবুল হোসেন আহত হন। পালিয়ে যায় কবির।

বিএনএনিউজ/এইচ.এম।

Total Viewed and Shared : 148 


শিরোনাম বিএনএ