37 C
আবহাওয়া
৪:৩৯ অপরাহ্ণ - মে ৩০, ২০২৩
Bnanews24.com
Home » জাবি সিনে সোসাইটির নেতৃত্বে নাফিস-ভাবনা

জাবি সিনে সোসাইটির নেতৃত্বে নাফিস-ভাবনা


জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চলচিত্র বিষয়ক সংগঠন জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের নাফিস মাহমুদকে সভাপতি এবং ইনফরমেশন টেকনোলজি ইনস্টিটিউটের ভাবনা মূখার্জিকে সাধারণ সম্পাদক করে নতুন এ কমিটি গঠিত হয় হয়। তারা উভয়ই বিশ্ববিদ্যালয়ের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী।

সোমবার (১৮ এপ্রিল) ছাত্র শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে এক ইফতার মাহফিল আয়োজনের মধ্য দিয়ে সাংস্কৃতিক সংগঠনগুলোর উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য পদপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি সজীব সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক দিলশাদ চৌধুরী,সাংগঠনিক সম্পাদক নুসরাত জাহান আনিকা, অর্থ সম্পাদক মাকজুম ওয়াহিদ, দপ্তর সম্পাদক হেমায়েত উল্লাহ ইমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক অনুব্রত নন্দী।

এছাড়া প্রযোজনা সম্পাদক হয়েছেন সীজেন সরকার, প্রদর্শনী সম্পাদক তানজিনা তাবাসসুম তন্দ্রা, প্রেস ও মিডিয়া বিষয়ক সম্পাদক হয়েছেন নওশিন উলফাত সুকন্যা। কার্যকরী সদস্য হিসেবে আছেন- সাইফুল শামীম, নিবিড়, ঐশী, রাফি, তানহা, সিয়াম ও রাকিব।

বিএনএ/শাকিল, এমএফ

Total Viewed and Shared : 19 


শিরোনাম বিএনএ