18 C
আবহাওয়া
১১:৪২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » সন্তান হারালেন রোনালদো

সন্তান হারালেন রোনালদো


স্পোর্টস ডেস্ক: অবিশ্বাস্য সব গোল ও ম্যাচজয়ী পারফরম্যান্সে পুরো ক্যারিয়ারজুড়েই ভক্ত সমর্থকদের আনন্দে ভাসিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু নিজের আনন্দের দিনে তার ওপর ভর করল একরাশ দুঃখ। রোনালদো ও তার বান্ধবী জর্জিনা রড্রিগেজ পুড়লেন সন্তান হারানোর বেদনায়। এই দম্পত্তির ঘর আলো করে জমজ সন্তান জন্ম নেয়ার কথা থাকলেও বাঁচানো যায়নি তাদের পুত্র সন্তানকে।

নিজের ফেসবুক ও ইন্সটাগ্রামে রোনালদো লিখেন, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের পুত্র সন্তান মারা গেছে। এই দুঃসহ যন্ত্রণা যে কোন অভিভাবক উপলব্ধি করতে পারবেন। আমাদের কন্যা সন্তান এই মুহূর্তে আমাদের কিছুটা সুখে থাকার শক্তি যোগাচ্ছে।’

এমন বিপর্যস্ত সময়েও ডাক্তার ও নার্সদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুলেননি সিআর সেভেন। তাদের উদ্দেশ্য করে পর্তুগিজ মহাতারকা বলেন, ‘দক্ষ্য সেবা ও পাশে থাকার জন্য ডাক্তার ও নার্সদের আমরা ধন্যবাদ জানাতে চাই।’

এমন কঠিন সময়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়ে ও প্রয়াত সন্তানকে ভালবাসা জানিয়ে রোনালদো শেষ করেন, ‘এই ঘটনায় আমরা সবাই বিধ্বস্ত। এই কঠিন সময়ে অনুগ্রহের সঙ্গে আমাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করার অনুরোধ জানাচ্ছি।’

সদ্য হারানো পুত্রকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘আমাদের শিশু পুত্র, তুমি আমাদের ফেরেশতা। আমরা সবসময় তোমাকে ভালবাসব।’

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ