36 C
আবহাওয়া
৬:০৯ অপরাহ্ণ - মে ১৭, ২০২৪
Bnanews24.com
Home » লাগামহীন করোনাঃ প্রাণ গেল ১১২ জনের

লাগামহীন করোনাঃ প্রাণ গেল ১১২ জনের

বিশ্বে করোনায় প্রাণ গেল ৩৩ লাখেরও বেশি মানুষের

বিএনএ, ঢাকা : দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১১২ জন। যা এখন পর্যন্ত দেশে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে টানা চতুর্থ দিন করোনায় শতাধিক মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৪৯৭ জন।

সোমবার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময়ে করোনায় নতুন শনাক্ত হয়েছে ৪ হাজার ২৭১ জন। টেস্ট করানো হয়েছে ২৪ হাজার ১৫২ জনের। এ নিয়ে মোট শনাক্ত হয়েছে ৭ লাখ ২৩ হাজার ২২১ জনের।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোট মৃত্যুবরণকারী ১১২ জনের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০৮ জন, বাসায় তিনজন ও হাসপাতালে আনার পথে একজনের মৃত্যু হয়। এদের মধ্যে ত্রিশোর্ধ্ব ১০ জন, চল্লিশোর্ধ্ব ১২ জন, পঞ্চাশোর্ধ্ব ২৬ জন এবং ষাটোর্ধ ৬৪ জন রয়েছেন।

একই সময়ে বিভাগওয়ারি দেখা গেছে, মৃত ১১২ জনের মধ্যে ঢাকা বিভাগে ৭১ জন, চট্টগ্রাম ১৯ জন, রাজশাহী পাঁচজন, খুলনা ১০ জন, বরিশাল একজন, সিলেট তিনজন, রংপুর দুইজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়।

এছাড়াও একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৬৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ২১ হাজার ৩০০ জন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ