27 C
আবহাওয়া
৫:৪১ পূর্বাহ্ণ - জুন ১০, ২০২৩
Bnanews24.com
Home » চট্টগ্রামের চকবাজারের ‘জয়নগর আবাসিক’ রেড জোন

চট্টগ্রামের চকবাজারের ‘জয়নগর আবাসিক’ রেড জোন

চট্টগ্রামের চকবাজারের ‘জয়নগর আবাসিক’ রেড জোন

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের চকবাজার থানাধীন ‘জয়নগর আবাসিক ও চমেক হাসপাতাল স্টাফ কোয়ার্টার এলাকাকে’ রেড জোন ঘোষণা করা হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) সকাল ১১টার দিকে ওই এলাকাকে রেড জোনের আওতায় এনে সেখানে ব্যানার ঝুলিয়ে দেয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

চকবাজার থানার ওসি সরওয়ার আজম বলেন, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নির্দেশনা অনুযায়ী প্রতি এক লাখের মধ্যে ৬০ শতাংশের বেশি মানুষের করোনার সংক্রমণ দেখা দিলে ওই এলাকাকে রেড জোন হিসাবে গণ্য করা যাবে। ওই হিসাবে চকবাজার  থানা এলাকার এই অংশে ৬০ শতাংশের বেশি করোনায় আক্রান্ত। তাই, এই এলাকাকে রেড জোন হিসাবে চিহ্নিত করে লকডাউন করা হয়েছে।

গত বছর চট্টগ্রাম বন্দরের ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ড, পতেঙ্গার ৩৯ নম্বর ওয়ার্ড, পাহাড়তলির ১০ নম্বর ওয়ার্ড, কোতোয়ালির ১৬, ২০, ২১ ও ২২ নম্বর ওয়ার্ড, খুলশীর ১৪ নম্বর ওয়ার্ড ও হালিশহর এলাকার ২৬ নম্বর ওয়ার্ডসহ ১০টি এলাকা রেড জোন ঘোষণা করা হয়েছি। ওই বছরের ১৬ জুন পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো উত্তর কাট্টলী এলাকা লকডাউন করা হয়।

বিএনএনিউজ/আমিন

Total Viewed and Shared : 132 


শিরোনাম বিএনএ