Bnanews24.com
Home » ১১০০ রোহিঙ্গা ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র সচিব
জনদুর্ভোগ টপ নিউজ মিয়ানমার সব খবর

১১০০ রোহিঙ্গা ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র সচিব

১১০০ রোহিঙ্গা ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র সচিব

বিএনএ: চীনের সহযোগিতায় রোহিঙ্গা প্রত্যাবাসনের অংশ হিসেবে প্রথম দফায় সাড়ে চারশ’র ক্লিয়ারেন্স প্রসেস চলছে। সবমিলিয়ে ১১০০ রোহিঙ্গা পাঠানোর প্রক্রিয়া চলছে। এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

রোববার (১৯ মার্চ) মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

সচিব বলেন, ‘সবমিলিয়ে ১১০০ রোহিঙ্গা পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে মিয়ানমারের প্রতিনিধিদল এসেছে বলে, এখনই তাদের পাঠানো সম্ভব হবে, তা নয়। সব পরিস্থিতি মিলিয়েই রোহিঙ্গা প্রত্যাবাসন হবে।

মিয়ানমার পক্ষের ইতিবাচক সাড়া থাকলে প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত শুরু হবে জানিয়ে সচিব আরও বলেন, গত পাঁচ-ছয় মাসে মিয়ানমার পক্ষের ইতিবাচক অবস্থান্ লক্ষ্য করা যাচ্ছে। এ অবস্থা অপরিবর্তিত থাকলে আশা করা যাচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন দ্রুত হবে।

গত বছরের ডিসেম্বরে গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে এ বছরের শুরুতে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হতে পারে বলে জানিয়েছিলেন চীনের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত জিমিং।

বিএনএনিউজ/এ আর