33 C
আবহাওয়া
১:২২ অপরাহ্ণ - জুন ৫, ২০২৩
Bnanews24.com
Home » শনিবার বাংলাদেশ-নিউজিল্যান্ডের ম্যাচ

শনিবার বাংলাদেশ-নিউজিল্যান্ডের ম্যাচ


বিএনএ, স্পোর্টস ডেস্ক : শনিবার স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। এদিন বাংলাদেশ সময় ভোর চারটায় ডানেডিনে  দুই দল মুখোমুখি হবে।

তামিম ইকবালের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল এখন ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে। তবে উরুর চোটের কারণে তামিমের খেলা নিয়ে শঙ্কা জাগলেও মাঠে নামার ব্যাপারে আশাবাদী  তামিম।

ইনজুরিতে খেলছেন না মোসাদ্দেক সৈকত। মোসাদ্দেকের ইনজুরির পর উরুর চোটে অনুশীলন ম্যাচে খেলেননি তামিম। তবে কিউইদের বিপক্ষে নিজেকে ফিট রাখতে নেটে লম্বা সময় ব্যাট করেছেন তামিম।

কিউইদের বিপক্ষে মাঠে নামার আগে তামিম ইকবাল বলেন, ‘নিউজিল্যান্ডে আমাদের অতীত পারফরমেন্স ভালো না। সেটাই বদলাতে চাই। দলে বেশ কিছু তরুণ খেলোয়াড় আছে। আশা করছি ভালো কিছুই হবে।’

তামিম জানান, ‘এবার আমাদের সলিড পেস অ্যাটাক আছে। ওরা ছন্দে আছে। ঘরোয়া দুই টুর্নামেন্টের পর ওয়েস্ট ইন্ডিজের সাথেও পেসাররা ভালো করেছে। ইয়াংস্টাররা কেমন করে সেটা দেখতে মুখিয়ে আছি। আশা করি শুরুটা ভালো হবে।’

এদিকে নিউজিল্যান্ড দলের অধিনায়ক টম ল্যাথাম বলেন, ‘আমাদের দলেও বেশ কিছু নতুন মুখ আছে। উইলিয়মসন-টেলরকে মিস করব, তবে আমরা ভালো ফর্মে আছি। সেটাই ধরে রাখার চেষ্টা করব।’

মঙ্গলবার ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি এবং শুক্রবার (২৬ মার্চ) ওয়েলিংটনে সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Total Viewed and Shared : 15 


শিরোনাম বিএনএ