29 C
আবহাওয়া
৭:০৩ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » ফেসবুকে অর্থ খরচ করলে ব্লু ব্যাজ মিলবে

ফেসবুকে অর্থ খরচ করলে ব্লু ব্যাজ মিলবে


বিএনএ, বিশ্বডেস্ক : ব্লু ব্যাজ বিক্রি শুরু করার ঘোষণা করলেন মেটা সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। এজন্য মেটা থেকে মাসিক সাবস্ক্রিপশ চালু করা হচ্ছে। নির্দিষ্ট অর্থের বিনিময়ে ফেসবুক ও ইনস্ট্রাগ্রামে নীল ব্যাজ পাওয়া যাবে।

রোববার (১৯ জানুয়ারি) নিজ প্রোফাইল থেকে এ ঘোষণা দেন মার্ক জাকারবার্গ।

তিনি জানান, প্রথমে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় এ সার্ভিস চালু করা হবে। ওয়েবে ১১.৯৯ ডলার, আইফোনে ১৪.৯৯ ডলার মাসে পে করতে হবে।

অন্যান্য দেশেও সুবিধাটি দ্রুত চালু করার কথা জানান ফেসবুক প্রতিষ্ঠাতা।

উল্লেখ্য, ফেসবুকে অ্যাকাউন্টের নামের পাশে নীল বা হালকা কালো রঙের একটি টিক চিহ্ন থাকে। ফেসবুকে নীল বৃত্তাকারে সাদা এ টিক চিহ্নকে বলা হয় ব্লু-ব্যাজ। যা সহজেই বুঝিয়ে দেয় যে, পেজ বা অ্যাকাউন্টটি ভেরিফায়েড। অর্থাৎ ভুয়া কোনো পেজ নয় এটি। ফেসবুক স্বীকৃত একটি ফ্যানপেজ বা প্রোফাইল এটি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ