20 C
আবহাওয়া
১০:৫৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ঢাবির পরীক্ষায় ছাত্রীদের মুখ খোলা রাখার নোটিশের বৈধতা নিয়ে রিট

ঢাবির পরীক্ষায় ছাত্রীদের মুখ খোলা রাখার নোটিশের বৈধতা নিয়ে রিট

ঢাবির পরীক্ষায় ছাত্রীদের মুখ খোলা রাখার নোটিশের বৈধতা নিয়ে রিট

বিএনএ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগে পরীক্ষা ও প্রেজেন্টেশন চলাকালে প্রত্যেক ছাত্রীর কানসহ মুখ খোলা রাখার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) ভুক্তভোগী তিন শিক্ষার্থীর পক্ষে আইনজীবী মোঃ ফয়জুল্লাহ ফয়েজ এ রিট দায়ের করেন। রিটে ঢাবি ভিসি, বাংলা বিভাগের প্রধানসহ সংশ্লিষ্টদের রিট আবেদনে বিবাদি করা হয়।

আইনজীবী মোঃ ফয়জুল্লাহ ফয়েজ বলেন, রিটের বিষয়ে হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেল সমন্বয়ে গঠিত বেঞ্চে চলতি সপ্তাহে শুনানি হতে পারে।

এর আগে গত বছরের ১১ ডিসেম্বর লিখিত এবং মৌখিক পরীক্ষায় ছাত্রীদের কানসহ মুখ খোলা রাখার নির্দেশ এবং তা না মানলে ব্যবস্থা নেয়া হবে বলে বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ।

এ বিজ্ঞপ্তি বাতিলের দাবি জানিয়ে ক্লাস, প্রেজেন্টেশন ও পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের সর্বত্র নির্বিঘ্নে হিজাব-নিকাব পরার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ছাত্রীরা। এ দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপিও দিয়েছেন তারা।

বিএনএ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ