26 C
আবহাওয়া
২:৪১ পূর্বাহ্ণ - এপ্রিল ১৭, ২০২৪
Bnanews24.com
Home » হিজবুল্লাহর ড্রোন ধ্বংসের ব্যর্থতা স্বীকার করল ইসরাইল

হিজবুল্লাহর ড্রোন ধ্বংসের ব্যর্থতা স্বীকার করল ইসরাইল

হিজবুল্লাহর ড্রোন ধ্বংসের ব্যর্থতা স্বীকার করল ইসরাইল

বিএনএ ডেস্ক :লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ড্রোন ধ্বংসে ব্যর্থতার কথা স্বীকার করেছে ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনী বলেছে, লেবানন থেকে ইসরাইলের আকাশ সীমায় প্রবেশকারী ড্রোনকে আয়রন ডোম, জঙ্গিবিমান ও হেলিকপ্টার দিয়ে ধ্বংস করা সম্ভব হয়নি।

ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র এভিখাই এদরেয়ি এক বিবৃতিতে বলেছেন, লেবানন থেকে একটি ড্রোন প্রবেশের পর আয়রন ডোম সচল হয়েছিল। কিন্তু ড্রোনটি আবার লেবাননে ফিরে যেতে পেরেছে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান এই মুখপাত্র।

এর আগে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ অধিকৃত ভূখণ্ড তথা ইহুদিবাদী ইসরাইলের আকাশে সফলভাবে দীর্ঘ চল্লিশ মিনিট ধরে একটি গোয়েন্দা ড্রোন উড়ানোর খবর দিয়েছে।

হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, শুক্রবার প্রতিরোধ আন্দোলন ‘হেসান’ নামে একটি ড্রোন অধিকৃত ফিলিস্তিনের ভূখণ্ডে পাঠায় এবং টার্গেটকৃত এলাকায় ৪০ মিনিট ধরে সেটি গোয়েন্দা মিশন পরিচালনা করে। এ সময় ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে নানাভাবে ড্রোনটি ভূপাতিত করার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।

বিএনএ/ওজি

তথ্যসূত্র: পার্সটুডে

Loading


শিরোনাম বিএনএ