বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামের বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরা গুচ্ছগ্রাম বাজারে মহিষের গুঁতোয় মোহাম্মদ গফুর (৪৫) নামে এক লেবু বিক্রেতার মৃত্যু হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পাহাড় থেকে লেবু সংগ্রহ করে বাজারে বিক্রি করার সময় তিনি দলছুট ৮-১০টি মহিষের পালের মাঝখানে পড়ে যান।এ সময় মহিষের শিং এর গুঁতোয় তিনি আহত হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোয়ালখালী থানার ডিউটি অফিসার এএসআই দিদার বলেন, মহিষের শিং এর গুঁতোয় এক লেবু বিক্রেতার মৃত্যুর খবর পেয়েছি।
বিএনএ/ ওজি
Total Viewed and Shared : 13