27 C
আবহাওয়া
৪:৫৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » কেরানীগঞ্জে ধসে পড়ল তিন তলা ভবন, আহত ৭

কেরানীগঞ্জে ধসে পড়ল তিন তলা ভবন, আহত ৭

কেরানীগঞ্জে ধসে পড়ল তিন তলা ভবন, আহত ৭

বিএনএ, ঢাকা : রাজধানীর কেরানীগঞ্জে তিন তলা একটি ভবন ধসে পড়ে সাতজন আহত হয়েছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে কেরানীগঞ্জের পূর্ব চড়াই স্কুল মাঠের পাশের এই তিন তলা ভবনটি ধসে পড়ে।

ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সাত জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুজন নারীকে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উদ্ধার কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে।

ক্ষতিগ্রস্থ ভবনের পাশে মোট পাঁচটি ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে মানুষকে সরিয়ে ফেলা হয়েছে। বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ সংযোগ।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, পূর্বচরাইল খেলার মাঠের কাছে ওই বাড়িতে দুই তলার ওপরে টিনের ছাউনি দিয়ে আরেকতলা তোলা হয়েছিল।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ