26 C
আবহাওয়া
১২:৪২ পূর্বাহ্ণ - এপ্রিল ১৭, ২০২৪
Bnanews24.com
Home » আখেরি মোনাজাতের দিন মেট্রোরেল চলবে ৯ ঘণ্টা

আখেরি মোনাজাতের দিন মেট্রোরেল চলবে ৯ ঘণ্টা

মেট্রোরেল

বিএনএ: রোববার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নেয়া মুসল্লিদের সুবিধার্থে মেট্রোরেল ৯ ঘণ্টা পরিচালনা করা হবে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ।

তিনি বলেন, বিশ্ব ইজতেমার মোনাজাতে অংশগ্রহণকারী মুসল্লিদের সুবিধার্থে আগামী রোববার (২২ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। এছাড়াও বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টেশন দুটিতে এমআরটি পাস বিক্রি বন্ধ থাকবে।

মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত বিশ্ব ইজতেমা। বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের লাখো ধর্মপ্রাণ মুসলমান এতে সমবেত হন। এরইমধ্যে শেষ হয়েছে প্রথম পর্বের ইজতেমা।

শুক্রবার (২০ জানুয়ারি) ফজর নামাজ শেষে আমবয়ানের মাধ্যমে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে। এতে অংশ নেবেন মাওলানা সাদপন্থিরা। রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ