26 C
আবহাওয়া
২:১৬ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » উচ্চ মাধ্যমিক পাস করে এমবিবিএস ডাক্তার তিনি  

উচ্চ মাধ্যমিক পাস করে এমবিবিএস ডাক্তার তিনি  

উচ্চ মাধ্যমিক পাস করে এমবিবিএস ডাক্তার তিনি

বিএনএ,চট্টগ্রাম(রাউজান):চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া থেকে মো. জাহাঙ্গীর আলম (৪৫) নামে এ ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার(১৯ জানুয়ারি)দুপুরে তাকে রাউজান থানা থেকে চট্টগ্রাম আদালতে হাজির করানো হয়।এরপর আদালতের নির্দেশে ওই ভুয়া ডাক্তারকে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ালেখা করে নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে উপজেলার নোয়াপাড়া স্কুল মার্কেটে চেম্বার সাজিয়ে বসেন জাহাঙ্গীর।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার(১৮ জানুয়ারি)তাকে আটক করেন সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম ও রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুনের নেতৃত্বে একদল পুলিশ।আটক জাহাঙ্গীর আলম নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবুল কাশেম প্রকাশ মেরুর ছেলে।

সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম জানান,এমবিবিএস ডাক্তার সেজে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আগেও অনেকবার আইনগত ব্যবস্থা নেয়া হয়েছিল। তার প্রকৃত শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেন, আটক ভুয়া এমবিবিএস ডাক্তারের বিরুদ্ধে নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের এসআই আবু হানিফ বাদী হয়ে রাউজান থানায় প্রতারণা মামলা করেছেন। এ মামলায় গ্রেফতার দেখিয়ে   তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ