26 C
আবহাওয়া
৭:৪৭ অপরাহ্ণ - জুলাই ৯, ২০২৫
Bnanews24.com
Home » পুলিশ সার্জেন্টের হাত ভেঙ্গে দিল ২ যুবক

পুলিশ সার্জেন্টের হাত ভেঙ্গে দিল ২ যুবক

পুলিশ সার্জেন্টের হাত ভেঙে দিল ২ যুবক

বিএনএ,রাজশাহী:রাজশাহীতে চেকপোস্টে বিপুল ভট্টাচার্য (৩২) নামে ট্রাফিক পুলিশের এক সার্জেন্টকে পিটিয়ে জখম ও তার হাত ভেঙ্গে দিয়েছে দুই যুবক। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মঙ্গলবার(১৯ জানুয়ারি) দুপুরে নগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার ঘোড়া চত্বরে এ ঘটনা ঘটে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান,চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজ পরীক্ষা করছিলেন সার্জেন্ট বিপুল ভট্টাচার্য। সে সময় তিনি দুই যুবককে থামিয়ে তাদের মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চান। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই দুই যুবক সার্জেন্ট বিপুলের ওপর হামলা চালায়। তারা সার্জেন্ট বিপুলকে পিটিয়ে জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।কাঠের চলা দিয়ে তাকে পিটিয়ে জখম করা হয়।আত্মরক্ষার সময় কাঠের চলার আঘাতে তার এক হাত ভেঙ্গে গেছে। এছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। দুপুর আড়াইটার দিকে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক সার্জেন্ট বিপুলকে দেখতে হাসপাতালে যান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন।

পুলিশের এ মুখপাত্র আরও বলেন, মোটরসাইকেল জব্দ করা হলেও হামলাকারী দুই যুবককে এখনও ধরা যায়নি। তাদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশী অভিযান চলছে। দ্রুত ২জনকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বিএনএনিউজ/ এ এস ফাত্তাহ/ আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ৭ ঘণ্টার মধ্যে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার জনগণ পাশে না থাকলে দিল্লি পালাতে হয়, লন্ডনে থাকতে হয়! চট্টগ্রামের হালিশহরে নালায় পড়ে তিন বছরের শিশুর মৃত্যু এসএসসি পরীক্ষার ফলাফল হস্তান্তরে থাকছে না আনুষ্ঠানিকতা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ফের ৭ দিনের রিমান্ডে ভারী বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা,২৪ ঘণ্টায় ১৫৩ মিলিমিটার বৃষ্টি কক্সবাজারে আরসা প্রধান জুনুনির ৩ দিনের রিমান্ড মঞ্জুর মুহুরী নদীর পানি বাড়তে থাকায় নোয়াখালীতে বন্যার আশঙ্কা দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ আখুন্দজাদা ও হাক্কানির বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা