21 C
আবহাওয়া
১০:৩০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু


বিএনএ, ঢাকা : রাজধানীর ডেমরা থানার বামইনএলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি মোল্লা (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া তিনটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী সাজ্জাদ হোসেন জানান, ডেমরা বামইন আয়েশা মসজিদের পাশে একটি বিদ্যুতের খুঁটি ধরে দাঁড়ান রনি। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মৃত রনি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বরপা গ্রামের শাহজাহান মোল্লা ছেলে । তিনি ডেমরা এলাকায় ফলসহ অন্যান্য মালের ব্যবসা করতেন। ২ছেলে ও এক মেয়ের জনক তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিএনএনিউজ/আজিজুল, জেবি

Loading


শিরোনাম বিএনএ