বিএনএ, ঢাকা: রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকার ইমামগঞ্জ বাজারের হার্ডওয়্যার মার্কেটে লাগা আগুনে ৭-৮টি দোকান ও গোডাউন পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দা ও দোকানিদের।
শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে ১ টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
স্থানীয় বাসিন্দারা বলেন, হার্ডওয়্যারের কয়েকটি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে যায়। দোকানে আলকাতরার ড্রাম থাকায় এটা সম্ভব হয়েছে। আগুনে পুড়ে কয়েক কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে লোকনাথ হার্ডওয়ারের মালিক নিতাই চন্দ্র দাসের নিজের দোকান পুরোটাই পুড়ে গেছে বলে জানা যায়। নিজের একমাত্র সম্বল দোকানে, আর অবশিষ্ট কিছু নেই। তাই তিনি এখন অনেকটাই নির্বাক।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, কী কারনে আগুন লাগল এবং আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তদন্ত সাপেক্ষে এসব তথ্য জানা যাবে।
বিএনএ / এমএফ
Total Viewed and Shared : 154