বিএনএ, খুলনা : পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার (৭৬) আর নেই। শনিবার (১৭ ডিসেম্বর) রাত ৮ টা ২২ মিনিটে খুলনা সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তিনি ক্যান্সার পারকিনসনসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
গত মাসের ২৬ তারিখ পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক হন।
ছাত্র জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণরত অবস্থায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর তিনি বিভিন্ন আন্দোলন সংগ্রামে পিরোজপুর জেলায় অগ্রণী ভূমিকা পালন করেন।)
বিএনএনিউজ/এইচ.এম।
Total Viewed and Shared : 115