29 C
আবহাওয়া
৩:১৬ পূর্বাহ্ণ - মে ৪, ২০২৪
Bnanews24.com
Home » বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ৮ জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ৮ জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিখোঁজ ১৩

বিএনএ, বরগুনা: ঘূর্ণিঝড় মিধিলির কবলে পড়ে বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার ডুবে ৮ জন জেলে নিখোঁজ রয়েছেন। অপর চারজন জেলে তিন ঘণ্টা সাগরে ভেসে অপর একটি ট্রলারে উঠতে সক্ষম হন।

শনিবার (১৮ নভেম্বর) সকালে পটুয়াখালীর মহিপুর ঘাটে উদ্ধারকৃত চার জেলে পৌঁছেছেন। তারা হলেন- নুর জামান মুন্সি, মাসুম মিয়া, আজগর মিয়া ও রাজিব।

নিখোঁজ জেলেরা হলেন- আবুল কালাম, মো. জাফর, মজিবুর রহমান, ট্রলার মালিক ইউসুফ, ছত্তার হাওলাদার, নাদিম, বেল্লাল ও ইয়াছিন। তাদের সবার বাড়ি বরগুনার পাথরঘাটায়।

ট্রলার মালিক ও নিখোঁজ জেলে ইউসুফের ভাই ইয়াকুব আলী জানান, গত ১৪ নভেম্বর মাছ ধরার উদ্দেশে সাগরে যায় ১২ জেলে। গতকাল দুপুরে ঘূর্ণিঝড় মিধিলির কারণে তাদের বহনকারী ট্রলারটি ডুবে যায়।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, নিখোঁজ থাকা জেলেদের খোঁজ-খবর নিচ্ছি।

কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. সাকিব মেহেবুব জানান, কোস্টগার্ড ঘূর্ণিঝড় পরবর্তী টহলে আছে। নিখোঁজ জেলেদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ