29 C
আবহাওয়া
৮:১৬ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৪
Bnanews24.com
Home » পাকিস্তানের প্রধান নির্বাচক ওয়াহাব

পাকিস্তানের প্রধান নির্বাচক ওয়াহাব


বিএনএ, স্পোর্টস ডেস্ক : পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেলেন দেশটির সাবেক পেসার ওয়াহাব রিয়াজ। এক সংবাদবিজ্ঞপিতে বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি।

বিশ্বকাপে ব্যর্থতার পর ক্রিকেটকে নতুন করে ঢেলে সাজাচ্ছে পাকিস্তান। বিশ্বকাপ চলাকালে গত ৩০ অক্টোবর স্বার্থের সংঘাতের অভিযোগ ওঠায় প্রধান নির্বাচকের পদ ছেড়েছিলেন ইনজামাম-উল-হক।

নির্বাচক প্যানেলে অন্যদের নাম এখনো ঘোষণা করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের বিবৃতিতে ওয়াহাব বলেন, পিসিবির সাবেক খেলোয়াড়দের ক্রিকেটীয় ব্যাপারে সংযুক্ত করাটা প্রশংসার দাবি রাখে এবং আমি পাকিস্তান ক্রিকেটের উন্নতিতে কাজ করতে চাই।

৩৮ বছর বয়সী ওয়াহাব রিয়াজ গত আগস্টেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। তবে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট চালিয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন তিনি। গত ২০২০ সালের ডিসেম্বরে জাতীয় দলের জার্সিতে শেষবার মাঠে নামার আগে ২৭টি টেস্ট, ৯১টি ওয়ানডে এবং ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি। সংগ্রহ করেছেন মোট ২৩৭ উইকেট, সাথে ব্যাটে আছে ১২০০ রান।

ওয়াহাব সামনের লক্ষ্য নিয়েও কথা বলেন, নির্বাচক কমিটির নেতৃত্ব দেয়াটা চ্যালেঞ্জিং। সামনে অস্ট্রেলিয়া সফর আছে যেটা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের অংশ। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও আছে, আগামী বছর জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যা ভালো দল গড়তেও সহায়তা করবে।

তিনি আরও বলেন, পাকিস্তান পুরুষ দলের পরিচালক মোহাম্মদ হাফিজের সাথে আমার ভালো সম্পর্ক রয়েছে। আমরা পাকিস্তান ক্রিকেটের সাফল্যের জন্য ঘনিষ্ঠভাবে কাজ করব। আমার প্রাথমিক লক্ষ্য হবে, ঘরোয়া ক্রিকেটে সেরা পারফর্মারদের গুরুত্ব দেয়া এবং সুসজ্জিত স্কোয়াড ঘোষণা করা। আমি সবসময় নিজেকে তৈরি রাখবো খেলোয়াড়দের প্রতিক্রিয়া ও পরামর্শ শোনার জন্য।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ