30 C
আবহাওয়া
৮:৩৭ অপরাহ্ণ - মে ১১, ২০২৫
Bnanews24.com
Home » বন্ধ হচ্ছে টুইটারের অফিস

বন্ধ হচ্ছে টুইটারের অফিস

টুইটার

বিএনএ ডেস্ক: টুইটারের সব কার্যালয় সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী ২১ নভেম্বর পর্যন্ত কার্যালয়গুলো বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে।

ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম বা অন্য কোথাও কোম্পানির তথ্য নিয়ে আলোচনা করা থেকে বিরত থাকুন এবং কোম্পানির নীতি মেনে চলুন’।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্কের আল্টিমেটামের পরে একাধিক কর্মচারী প্রতিষ্ঠানটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এক টুইটার বার্তায় মাস্ক বলেন, দিনে যখন কোম্পানিটি ৪০ লাখ ডলার লোকসান করছে, তখন দুর্ভাগ্যবশত জনবল ছাঁটাই ছাড়া কোনও বিকল্প নেই।

গত ২৭ অক্টোবর চার হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কেনেন টেসলার ও স্পেস এক্সের প্রধান নির্বাহী ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। মালিকানা নেওয়ার পর এর ওপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন তিনি। প্রথমেই তিনি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এবং অর্থ ও আইন বিভাগের নির্বাহী কর্মকর্তাদের বিদায় দেন। ভেঙে দেন পরিচালনা পর্যদ এবং জারি করেন ১২ ঘণ্টার অফিস ও ছুটিহীন অফিস নীতি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ