35 C
আবহাওয়া
১:৫২ অপরাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ওএমএসের আটার দাম বাড়ল

ওএমএসের আটার দাম বাড়ল


বিএনএ, ঢাকা : খোলা বাজারে বিক্রি (ওএমএস) করা আটার দাম কেজিতে ৬ টাকা বাড়িয়েছে খাদ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে খোলা আটার দাম কেজি প্রতি ১৮ টাকা থেকে বাড়িয়ে ২৪ টাকা ও ২ কেজির প্যাকেট আটার দাম ৪৩ টাকা থেকে বাড়িয়ে ৫৫ টাকা করা হয়েছে।

এই নতুন দাম রোববার থেকে কার্যকর হবে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের তথ্য অনুযায়ী, স্থানীয় বাজারে খোলা আটার দাম কেজি প্রতি ৬০ টাকা এবং ২ কেজির প্যাকেটের দাম ১২০ থেকে ১৪০ টাকা।

নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে সরকার ওএমএস কার্যক্রমের আওতায় চাল ও আটা বিক্রি করে থাকে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ