15 C
আবহাওয়া
১১:০৮ অপরাহ্ণ - জানুয়ারি ২, ২০২৫
Bnanews24.com
Home » ইভ্যালির সিইও রাসেল হাসপাতালে

ইভ্যালির সিইও রাসেল হাসপাতালে


বিএনএ,ঢাকা : গ্রাহকের অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতার ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় তাকে গুলশান থানা থেকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে রাজধানীর মিডফোর্ড হাসপাতালে স্থানান্তর করা হয়।

গুলশান থানার ডিউটি অফিসার এএসআই অলিন্দ্র এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় রাসেলকে গুলশান থানা থেকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। রাত ৯টার দিকে রাসেল অসুস্থ বোধ করছেন বলে আমাদের জানান। পরে তাকে রাত সাড়ে ৯টার দিকে থানা পুলিশের একটি গাড়ি দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় একটি মামলা হয়। আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর বিকেলেই রাসেলকে গ্রেফতার করে র‌্যাব।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ