18 C
আবহাওয়া
১১:২২ অপরাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » কাবুলে পানির দরে বিক্রি হচ্ছে গৃহসামগ্রী

কাবুলে পানির দরে বিক্রি হচ্ছে গৃহসামগ্রী

কাবুলে পানির দরে বিক্রি হচ্ছে গৃহসামগ্রী

বিএনএ, বিশ্বডেস্ক : তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর চরম অর্থনৈতিক দুরাবস্থায় দেশটির জনগণ। অনেকেই না খেয়ে দিন পার করছেন। খাবার জোটাতে কিংবা দেশ ছাড়ার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে তারা বিক্রি করে দিচ্ছে টেলিভিশন, কার্পেট কিংবা ফ্রিজের মতো গৃহসামগ্রী।

টোলো নিউজ শুক্রবার এক প্রতিবেদনে জানায়, বিভিন্ন দামি জিনিসপত্র তারা পানির দামে ছেড়ে দিচ্ছেন।

লাল গুল নামে এক দোকানদার জানান, এক লাখ আফগানি দামের বাড়ির বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র মাত্র ২০ হাজার আফগানিতে ছেড়ে দিয়েছেন তিনি।

তিনি বলেন, আমি ২৫ হাজার আফগানি দিয়ে ফ্রিজ কিনেছিলাম। সেই ফ্রিজ বিক্রি করেছি পাঁচ হাজার আফগানিতে। আমার কিছুই করার নেই। এসব না বেচলে আজ রাতে আমার বাচ্চারা খাবার পাবে না।

একই ঘটনা জানালেন মেরাজুদ্দিন নামে কাবুলের আরেক বাসিন্দা। তিনি জানান, আমি একজন ইঞ্জিনিয়ার। আমার ছেলেও ভূতত্ত্ব অনুষদ থেকে স্নাতক করেছেন। কিন্তু আমরা দুজনই এখন বেকার। আমরা এখানে এসেছি কিছু জিনিস বিক্রি করে খাবারের জন্য অর্থ সংগ্রহ করতে।

মোহাম্মদ আগা নামে সাবেক এক পুলিশ কর্মকর্তা নিজের অনিশ্চিত ভবিষ্যতের ব্যাপারে জানান। তিনি গত ১০ দিন ধরে একটি মার্কেটে কাজ করছেন। কিন্তু তকে বেতনও দেওয়া হয়নি। তিনি কী করবেন ভেবে পাচ্ছেন না।

তথ্যসূত্র: টোলো নিউজ

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ