33 C
আবহাওয়া
২:৪৫ অপরাহ্ণ - জুন ৮, ২০২৩
Bnanews24.com
Home » বিসিবির পেজে সরাসরি দেখা যাচ্ছে বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচ

বিসিবির পেজে সরাসরি দেখা যাচ্ছে বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচ


বিএনএ, স্পোর্টস ডেস্ক : সম্প্রচার জটিলতায় এবার বাংলাদেশি কোন টিভি চ্যানেলে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ লাইভ দেখানো হচ্ছে না। তাই খেলা দেখতে ২ ডলার খরচ করে আইসিসি টিভির পাস নিতে হয়েছে ক্রিকেটপ্রেমীদের। তবে অ্যান্টিগায় প্রথম টেস্টের দুই দিন পেরিয়ে যাওয়ার পর ফেসবুকে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করতে পেরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

এবার ফ্রিতেই ম্যাচটি দেখার ব্যবস্থা করে দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজ ‘বাংলাদেশ ক্রিকেট : দ্য টাইগার্স’ থেকে ম্যাচটি সরাসরি দেখাচ্ছে তারা।

https://www.facebook.com/BCBlivecricket/videos/687346709363546 এ লিংকে গিয়ে খেলা দেখা যাবে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগায় প্রথম টেস্টে সুবিধাজনক অবস্থায় নেই বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ১০৩ রানে অলআউট হয়ে যায় সাকিব আল হাসানের দল। নিজেদের প্রথম ইনিংসে ২৬৫ রান করে ক্যারিবীয়ানরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৬৭ রান করেছে বাংলাদেশ।

বিএনএনিউজ/এইচ.এম।

Total Viewed and Shared : 111 


শিরোনাম বিএনএ