30 C
আবহাওয়া
১২:৫০ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » গাজায় ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে ফিলিস্তিনিরা

গাজায় ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে ফিলিস্তিনিরা

গাজায় ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে ফিলিস্তিনিরা

বিএনএ, বিশ্বডেস্ক : গাজায় একটি একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ফিলিস্তিনিরা। সংবাদ মাধ্যম ‘সাবেরিন নিউজ’ জানিয়েছে, ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরা শুক্রবার (১৮ জুন) সকালে গাজার পশ্চিমে ইসরায়লের একটি ড্রোন ধ্বংস করেছে।

বার্তা সংস্থা ‘শাহাব’ জানিয়েছে, ইসরাইলি বাহিনী কয়েকটি ড্রোনের সাহায্যে গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়ায় প্রতিরোধ বাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে। এরপরই ড্রোনটিকে ভূপাতিত করা হয়।

তবে ঐ হামলায় কয় জন হতাহত হয়েছে অথবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার বিবরণ প্রকাশ করেনি এই বার্তা সংস্থা।

ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীদের ঘাঁটিতে হামলার মাধ্যমে ইসরাইল কার্যত ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনের সঙ্গে সাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

১২ দিনের যুদ্ধ শেষে গত ২১ মে ইসরায়েল এবং গাজাভিত্তিক ইসলামী প্রতিরোধ সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর গত মঙ্গলবার ইসরায়েল উগ্রপন্থী ইহুদিবাদীরা পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরে উপতাকা মিছিল করে। এই নিয়েও ফিলিস্তিনি জনগণ ও ইসরায়লিদের মধ্যে টানটান উত্তেজনা সৃষ্টি হয়েছিল। (পার্সটুডে)

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ