32 C
আবহাওয়া
২:৪৯ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৩০, ২০২৩
Bnanews24.com
Home » পরকীয়া : উল্টো ক্রসফায়ারের হুমকির অভিযোগ

পরকীয়া : উল্টো ক্রসফায়ারের হুমকির অভিযোগ

প্রবাসী স্বামী সুকুমার বড়ুয়া

চট্টগ্রামের রাঙ্গুনীয়া উপজেলার এক জাপান  প্রবাসী ও দুই সন্তান কথিত ক্রসফায়ারের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভূগছেন। প্রবাসীর স্ত্রীর সহিত পরকীয়ায় বাধা দেয়ায় উল্টো স্বামী ও দুই সন্তানকে ক্রসফায়ারে হত্যার হুমকি দেয়ার অভিযোগ করেছেন পুলিশ কনষ্টেবল রিমন বড়ুয়ার বিরুদ্ধে।

বুধবার(১৮মে) বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী প্রবাসী স্বামী সুকুমার বড়ুয়া এ অভিযোগ করেন।
পুলিশ কনস্টেবল রিমন বড়ুয়া বর্তমানে কুমিল্লার হাইওয়ে পুলিশ সুপার কার্য়ালয়ে কর্মরত। ভুক্তভোগী সুকুমার বড়ুয়ার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক গ্রামে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুকুমার বড়ুয়া আরও বলেন, ২০০৪ সালের ৮ নভেম্বর আমরা পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। বর্তমানে আমাদের ১৭ বছরের এক মেয়ে ও ১১ বছরে এক ছেলে আছে। দীর্ঘদিন ধরে জাপানে অবস্থান করার সুবাদে তার স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেন পুলিশ কনস্টেবল রিমন বড়ুয়া। গত কয়েক মাস আগে আমার স্ত্রীকে জোর করে বিশ লাখ টাকা ও প্রায় বিশ ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যায় পুলিশের কনস্টেবল। তিনি বলেন, আমার স্ত্রীর সঙ্গে রিমনের অবৈধ মেলামেশার বিষয়টি সন্তানরা দেখে ফেললে মুঠোফোনে বিষয়টি আমাকে অবহিত করে। এরপর আমি দেশে এসে রিমনকে আমার সংসার না ভাঙার অনুরোধ করি। একাধিকবার বলার পরও রিমন বিষয়টি আমলে নেয়নি।

উল্টো র‌্যাবে চাকরি করার সুবাদে তিনি আমাকে ক্রসফায়ারে হত্যা করবে বলে হুমকি দেয়। তিনি অভিযোগ করে বলেন, সবশেষ গত ১ মার্চ রিমন আমার স্ত্রীকে ঢাকা থেকে চট্টগ্রাম নিয়ে যায়। এ বিষয়ে রাজধানীর সবুজবাগ থানায় একটি সাধারণ ডায়েরি হয়। দুদিন অজ্ঞাত স্থানে রাখার পর ৩ মার্চ রিমন আমার স্ত্রীকে ঢাকায় পাঠিয়ে দেন। এরপর ২২ মার্চ পুনরায় নগদ ২০ লাখ টাকা ও স্বর্ণালংকারসহ আমার স্ত্রীকে রিমন নিয়ে যায়। সেই থেকে আমার স্ত্রীর আর খোঁজ পাওয়া যাচ্ছে না।

সুকুমার বড়ুয়া বলেন, পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। কিন্তু রিমনের মত কিছু অসাধু পুলিশের কারণে এ বাহিনীর সুনাম ক্ষুন্ন হচ্ছে। তাই আমি এ ঘটনায় সম্পৃক্ত পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

সংবাদ সম্মেলনে সুকুমার বড়ুয়ার মেয়ে পুজা বলেন, পুলিশ সদস্য রিমন বড়ুয়া আমার বাবা ও আমাদেরকে ক্রসফায়ার দিয়ে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমরা গত কয়েক মাস ধরেই মাকে পাচ্ছি না। আমরা আমাদের মাকে ফেরত চাই।

বিএনএনিউজ২৪, বিবি,জিএন

Total Viewed and Shared : 143 


শিরোনাম বিএনএ