20 C
আবহাওয়া
১১:৫৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » বিপিসির নতুন চেয়ারম্যান এবিএম আজাদ

বিপিসির নতুন চেয়ারম্যান এবিএম আজাদ

বিপিসির নতুন চেয়ারম্যান এবিএম আজাদ

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ এনডিসিকে সরকার বাংলাদেশ পেট্টোলিয়াম করপোরেশন(বিপিসি)এর চেয়ারম্যান(সচিব) নিযুক্ত  করেছে। ১৮মে জনপ্রশাসন মন্ত্রাণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, সচিব পদে পদন্নোতি প্রদানপূর্বক এ নিয়োগ দেয়া হয়েছে। অবিলম্বে তা কার্যকর হবে।

বাংলাদেশ বাঙ্কার সাপ্লায়ার্স এসোসিয়েশন (বিবিএসএ) এর কর্মকর্তাবৃন্দ এক বিবৃতিতে বিপিসির নতুন চেয়ারম্যান এবিএম আজাদ কে অভিনন্দন জানিয়েছেন।

মঙ্গলবার(১৮মে) বিবিএসএ সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার,সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক এক বিবৃতিতে আশা প্রকাশ করেন নতুন চেয়ারম্যানের নেতৃত্বে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আরও বেশি সেবা প্রদান করবে। বিবৃতিতে তারা  ১০ম বিসিএস এর এই সরকারি কর্মকর্তার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করেন।

বিএনএ/এসজিএন

Loading


শিরোনাম বিএনএ