বিএনএ, কক্সবাজার : কক্সবাজার মহেশখালী নৌপথে প্রথমবারের মতো সি-ট্রাক সার্ভিস চলাচল শুরু হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে পরীক্ষামূলকভাবে এ সি-ট্রাক চালু করা হয়।
জানা গেছে, দ্বীপ উপজেলা মহেশখালীতে যাতায়াতের রুটে ১০ কিলোমিটার সমুদ্র পথে ফেরি চলাচলের দাবি ছিল দীর্ঘকালের। গত ৫ আগস্টের পর ছাত্র-জনতার দাবিতে এ সি ট্রাক চালু করা হয়েছে।
এ নিয়ে বিআইডব্লিউটিএর পরিচালক (প্রশাসন) একেএম আরিফ উদ্দিন বলেন, আজ থেকে কক্সবাজার মহেশখালী নৌপথে পরীক্ষামূলক সি-ট্রাক চালু হয়েছে। পরে অনুষ্ঠানিকভাবে যাত্রা করবে।
বিএনএনিউজ/এইচ.এম।