27 C
আবহাওয়া
১২:১৫ পূর্বাহ্ণ - মে ১৯, ২০২৪
Bnanews24.com
Home » বোয়ালখালীতে ‘স্মার্ট চট্টগ্রাম বেস্ট আইডিয়া অ্যাওয়ার্ড’ বিষয়ক কর্মশালা

বোয়ালখালীতে ‘স্মার্ট চট্টগ্রাম বেস্ট আইডিয়া অ্যাওয়ার্ড’ বিষয়ক কর্মশালা

বোয়ালখালীতে ‘স্মার্ট চট্টগ্রাম বেস্ট আইডিয়া অ্যাওয়ার্ড’ বিষয়ক কর্মশালা

বিএনএ, বোয়ালখালী (চট্টগ্রাম): প্রধানমন্ত্রী ঘোষিত ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৩ এর আওতায় ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা এবং উন্নত দেশ বিনির্মাণের লক্ষ্যে চট্টগ্রামের বোয়ালখালীতে ‘স্মার্ট চট্টগ্রাম বেস্ট আইডিয়া অ্যাওয়ার্ড’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার বিআরডিবি প্রশিক্ষণ হল রুমে উপজেলা প্রশাসন আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মো. আলাউদ্দিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সেতু ভূষণ দাশ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রতিক সেন, কৃষিবিদ মো আতিক উল্লাহ, সমাজসেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, জনপ্রতিনিধি ও সাংবাদিক নেতৃবৃন্দ।

কর্মশালায় উপজেলা সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও শিক্ষকদের সমন্বয়ে গঠিত ৭টি গ্রুপ বিষয়ভিত্তিক প্রকল্পের মাধ্যমে স্মার্ট উপজেলা বিনির্মাণের আইডিয়া প্রদান করেন। এর মধ্যে ১ম স্থানে রয়েছেন উপজেলা স্বাস্থ্য, ২য় স্থানে সমাজসেবা ও ৩য় স্থানে বোয়ালখালী পৌরসভাকে নির্বাচিত করা হয়।

বিএনএনিউজ/বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ