বিএনএ, মিরসরাই (চট্টগ্রাম) : মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মিঠাছরা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ গঠন করা হয়েছে। শনিবার (১৮ মার্চ) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সাধারণ সভায় তিন সদস্যের আহ্বায়ক কমিটি (আংশিক) ঘোষণা করেন সাবেক প্রধান শিক্ষক মোশাররফ হোসেন বি.কম।
সভায় গঠিত বিষয়ভিত্তিক কমিটির সদস্যরা মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ এমরান উদ্দিনকে আহ্বায়ক, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠুকে সদস্য সচিব ও সোনালী ব্যাংক বঙ্গবন্ধু শিল্পনগর শাখার ব্যবস্থাপক সাজ্জাদ হোসেন শিবলুকে কোষাধ্যক্ষ করে পরিষদের আংশিক কমিটি ঘোষণা করে। গঠিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত দেয়া হয়। এছাড়া ১৯৪৭ সাল থেকে অদ্যবধি সকল এসএসসি ব্যাচের সমন্বয় কমিটি গঠন করে মূল কমিটির কাছে হস্তান্তরের সিদ্ধান্ত দেয়া হয়।
ওই দিন বিদ্যালয়ের ১৯৬৬ ইংরেজি ব্যাচের প্রাক্তন ছাত্র, বীর মুক্তিযোদ্ধা রওশনের জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, মিঠাছরা বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, পটিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক সাইফুল করিম, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এম সাইফুল্লাহ দিদার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জামশেদ আলম, সোস্যাল ইসলামী ব্যাংক মিঠাছরা শাখার ব্যবস্থাপক আব্দুল গফুর, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ।
এছাড়াও কালামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার দে, জি ম্যাক কর্পোরেশনের চেয়ারম্যান মঞ্জুর মোর্শেদ কনক, প্রাক্তন ছাত্র দিদার নূর, মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আজিম উদ্দিন, প্লামি ফ্যাশন লিমিটেডের মহা ব্যবস্থাপক (অপারেশন) মো. সাইফুল ইসলাম বাবলু, মিরসরাই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম রাজু, ইউএসটিসি’র সহকারী অধ্যাপক রবিউল হোসেন পলাশ, প্রাক্তন ছাত্র মো. ইলিয়াছ, মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোরশেদ আলম ও আনোয়ার হোসেন বক্তব্য রাখেন।
বিএনএ/ আশরাফ উদ্দিন, বিএম