Bnanews24.com
Home » ময়মনসিংহে রেস্ট হাউজে যুবতী খুন
টপ নিউজ ময়মনসিংহ সব খবর

ময়মনসিংহে রেস্ট হাউজে যুবতী খুন

নিরালা রেষ্ট হাউজ

ময়মনসিংহ প্রতিনিধি:  ময়মনসিংহ মহানগরীর রেস্ট হাউজ থেকে সানজিদা আক্তার (২০) নামে এক যুবতীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ মার্চ২০২৩) দুপুর আড়াইটার দিকে নগরীর ছোট বাজার এলাকার নিরালা রেস্ট হাউজ থেকে মরদেহ উদ্ধার করা হয়। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১৫ মার্চ রাকিব (২৪) নামে এক যুবক ওই যুবতীকে নিজের স্ত্রী পরিচয় দিয়ে ওই রেস্ট হাউজে উঠেন। ঘটনার দিন সকালের দিকে রাকিব গেষ্ট হাউজের রুমের বাইরে তালা দিয়ে চলে যায়। পরে সকালে রুমে তালা দেয়া দেখে দুপুর পর্যন্ত তাকে খোঁজাখোঁজি করেও পাওয়া যায়নি। পরে পুলিশকে খবর দিলে তালা ভেঙ্গে বাথরুমের ভেতর থেকে তরুনীর গলাকাটা মরদেহ উদ্ধার করে। তিনি আরও বলেন, গেষ্ট হাইজে দেয়া নাম ঠিকানা যাচাই বাচাই করা হচ্ছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

বিএনএনিউজ, হামিমুর রহমান,জিএন