29 C
আবহাওয়া
৯:১৩ পূর্বাহ্ণ - জুন ১, ২০২৩
Bnanews24.com
Home » নানাবাড়ির পুকুরে আড়াই মাসের জমজ কন্যার লাশ

নানাবাড়ির পুকুরে আড়াই মাসের জমজ কন্যার লাশ


বিএনএ ডেস্ক, ঢাকা: নানাবাড়িতেই জন্ম মনি ও মুক্তার। বয়স মাত্র দুই মাস ১১ দিন। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে খুলনার তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের কুশলা গ্রামের একটি পুকুর থেকে উদ্ধার করা হয় তাদের মরদেহ।

স্থানীয়রা জানায়, কুশলা গ্রামের আবুল খায়ের শেখের মেয়ে কনা সন্তান প্রসবের আগে থেকেই বাবার বাড়িতে ছিলো।  তার শ্বশুর বাড়ি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনী গ্রামে। আড়াই মাস আগে জমজ কন্যা শিশুর মা হন তিনি। কনার স্বামী মাসুম বিল্লাহ একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। মাঝেমধ্যে তিনি শ্বশুর বাড়িতে এসে থাকতেন। তবে, বৃহস্পতিবার রাতে তিনি গাংনীতে ছিলেন।

স্বজনরা জানায়, শুক্রবার রাতে কনা খাবার খেয়ে দুই শিশুকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৩টার দিকে ঘুম ভাংলে দেখেন বাচ্চারা পাশে নেই। এ সময় বাড়ির লোকজন ও প্রতিবেশীরা তার চিৎকারে ঘুম থেকে উঠে খুঁজতে শুরু করেন। দীর্ঘ সময় পর পার্শ্ববর্তী পুকুরে শিশু দুটির ভাসমান লাশ দেখতে পান প্রতিবেশিরা।

স্থানীয়রা জানান, বাগেরহাটের মাসুম বিল্লাহর সঙ্গে প্রায় ছয় বছর আগে বিয়ে হয় তেরখাদার কনার।

তেরখাদা থানার ওসি (তদন্ত) মাসুম কাজী বলেন, ঘরের মধ্য থেকে দুটি বাচ্চা নিখোঁজ হওয়া রহস্যজনক। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

বিএনএ/ এ আর

Total Viewed and Shared : 17 


শিরোনাম বিএনএ