32 C
আবহাওয়া
৬:১১ অপরাহ্ণ - মে ১২, ২০২৪
Bnanews24.com
Home » অস্ট্রেলিয়ায় সন্ত্রাসী তালিকাভুক্ত হচ্ছে হামাস

অস্ট্রেলিয়ায় সন্ত্রাসী তালিকাভুক্ত হচ্ছে হামাস


বিএনএ বিশ্বডেস্ক :হামাসকে ‘সন্ত্রাসী সংগঠনের’ তালিকাভুক্ত করতে যাচ্ছে অস্ট্রেলিয়া সরকার। বৃহস্পতিবার(১৭ ফেব্রুয়ারি) আল-জাজিরা অনলাইন এ তথ্য জানায়। এর আগে ২০০৩ সালে হামাসের সামরিক শাখা আল-কাসিম ব্রিগেডকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করেছিল অস্ট্রেলিয়া।

এবার পুরো হামাসকেই এই তালিকার অর্ন্তভুক্ত করলো অস্ট্রেলিয়া। আগামী এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। অস্ট্রেলিয়ার এই পদক্ষেপ হামাসকে অর্থায়ন বা অন্যান্য সহায়তা প্রদানের উপর বিধিনিষেধ আরোপ করেছে। এ সংক্রান্ত অপরাধের জন্য ২৪ বছরের কারাদণ্ড হতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী কারেন অ্যান্ড্রুস এক বিবৃতিতে বলেছেন, ‘আজকে তালিকাভুক্ত হামাস ও সহিংস চরমপন্থী গোষ্ঠীগুলির দৃষ্টিভঙ্গি গভীর উদ্বেগজনক এবং তাদের বিদ্বেষপূর্ণ মতাদর্শের জন্য অস্ট্রেলিয়ায় কোনও স্থান নেই। এটা জরুরি যে, আমাদের আইন শুধুমাত্র সন্ত্রাসী কর্মকান্ড ও সন্ত্রাসীদেরই নয়, সেইসব সংগঠনকেও লক্ষ্য করে যারা এসব কাজের পরিকল্পনা করে, অর্থায়ন করে ও পরিচালনা করে।’

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ