29 C
আবহাওয়া
১০:৪৮ পূর্বাহ্ণ - জুন ১০, ২০২৩
Bnanews24.com
Home » ঝালকাঠিতে আকস্মিক নদী ভাঙন

ঝালকাঠিতে আকস্মিক নদী ভাঙন


বিএনএ ডেস্ক :ঝালকাঠি শহরের গুরুধাম এলাকায় সুগন্ধা নদীর আকস্মিক ভাঙনে আধা কিলোমিটার এলাকা বিলীন হয়ে গেছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শুরু হওয়া ভাঙনে এরই মধ্যে একটি বসতঘর ও বিভিন্ন প্রজাতির গাছপালা নদীতে বিলীন হয়ে গেছে।

ভাঙনে ক্ষতিগ্রস্তরা জানান, বিকেলে আকস্মিকভাবে গুরুধাম এলাকার ভাঙন শুরু হয়। এতে মোনাছেফ হাওলাদারের বসতঘর নদীতে তলিয়ে যায়। তিনি ঘরের ভেতরের কিছু মালামাল রক্ষা করতে পারলেও বসতঘরটি বিলীন হয়ে গেছে।

তীব্র ভাঙনে বিভিন্ন প্রজাতির গাছপালা তলিয়ে গেছে। বর্তমানে ঝুঁকিতে রয়েছে বাসস্ট্যান্ড, একটি বালির খোলা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও কয়েকটি বসতঘর। নদী তীরের বিশাল ফাটল ধরে আছে। যেকোন সময় ভাঙনে এসব স্থাপনা নদীতে বিলীন হয়ে যেতে পারে।

ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দিপক চন্দ্র দাস বলেন, ‘নদী ভাঙনের খবর পেয়ে একটি টিম ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে। এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

এদিকে ভাঙন কবলিত এলাকার মানুষকে সতর্ক অবস্থায় থাকতে বলেছে পানি উন্নয়ন বোর্ড।

Total Viewed and Shared : 19 


শিরোনাম বিএনএ