27 C
আবহাওয়া
৭:৩৬ পূর্বাহ্ণ - অক্টোবর ৩, ২০২৩
Bnanews24.com
Home » নোবিপ্রবি এডভঞ্চার ক্লাবের বিজয় দিবস উদযাপন

নোবিপ্রবি এডভঞ্চার ক্লাবের বিজয় দিবস উদযাপন

নোবিপ্রবি এডভঞ্চার ক্লাবের বিজয় দিবস উদযাপন

বিএনএ, নোবিপ্রবি (নোয়াখালি) : ভিন্ন আঙ্গিকে মহান বিজয় দিবস উদযাপন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) এডভেঞ্চার ক্লাব। বিজয়ের দিনে ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন করতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নামে এডভেঞ্চার ক্লাব।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বেলা ৩ টায় ক্যাম্পাসের প্রশান্তি পার্ক থেকে এই পরিচ্ছন্নতা অভিযান  শুরু হয়। পরে সেখান থেকে সেন্ট্রাল ফিল্ড সংলগ্ন রোডে এ অভিযান পরিচালনার পাশাপাশি  পরিষ্কার করা হয় লাইব্রেরি ভবনের চারদিক। এর সঙ্গে ছিলো নীলদিঘি সংলগ্ন রোড।
এডভেঞ্চার ক্লাব

বিজয়ের এই ঐতিহাসিক দিনে বিশ্ববিদ্যালয়ের এডভেঞ্চার ক্লাবের পরিবেশ পরিচ্ছন্নতাকরণ অভিযান আয়োজনের লক্ষ্য ছিলো ক্যাম্পাসের সৌন্দর্য ধরে রাখা এবং প্রত্যেকের মাঝে ক্যাম্পাসের পাশাপাশি দেশকে সুন্দর রাখার সচেতনতা তৈরি করা।

নোবিপ্রবি এডভেঞ্চার ক্লাবের সভাপতি সাদমান সাকিব বলেন, করোনাজনিত সংকট পাশ কাটিয়ে আবারো ক্যাম্পাসে সক্রিয় হয়েছে নোবিপ্রবি এডভেঞ্চার ক্লাব৷ এরই ধারাবাহিকতায় মহান বিজয় দিবসকে পাখির চোখ করে নিজেদের সাংগঠিনক কার্যক্রম পরিচালনায় মনোনিবেশ করেছি আমরা। কার্যক্রমের অংশ হিসেবে ক্যাম্পাস এর “প্রশান্তি পার্ক”, “সেন্ট্রাল ফিল্ড সংলগ্ন রোড”এবং  “লাইব্রেরি রোড” এ পরিচ্ছন্নতাকরণ অভিযান পরিচালনা করে ক্লাবের সদস্যরা। নোবিপ্রবি এডভেঞ্চার ক্লাব বরাবরই পরিচ্ছন্ন ক্যাম্পাস নিশ্চিতকরণে প্রতিজ্ঞাবদ্ধ।

বিএনএনিউজ/মাহবুব শাফি/ এইচ.এম।

Total Viewed and Shared : 132 


শিরোনাম বিএনএ