27 C
আবহাওয়া
৬:৩৮ অপরাহ্ণ - মে ৬, ২০২৪
Bnanews24.com
Home » ইসরায়েলকে বিদ্যুৎ দেবে না জর্ডান

ইসরায়েলকে বিদ্যুৎ দেবে না জর্ডান


বিএনএ ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যাকায় অব্যাহত হামলার প্রতিবাদে ইসরায়েলকে  বিদ্যুৎ না দেয়ার ঘোষণা দিয়েছে জর্ডান। ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের বিনিময়ে ইসরায়েলের কাছ থেকে ২০ কোটি ঘনমিটার লবণমুক্ত পানি পেয়ে থাকে জর্ডান।

শুক্রবার(১৭ নভেম্বর) আল-জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি এ সিদ্ধান্ত জানান।

আয়মান বলেন, ফিলিস্তিনি জনগণকে সহযোগিতার জন্য সম্ভাব্য সব করছে জর্ডান।  তাদের কর্মকাণ্ডকে আত্মরক্ষা হিসেবে দেখার সুযোগ নেই। ইসরায়েল যা করছে তা অন্য কোনো দেশ করলে, এরমধ্যেই নিষেধাজ্ঞা দেওয়া হতো।

সাফাদি বলেন, দখলদার বাহিনী পুরো আরব অঞ্চলকে নরকের দিকে ঠেলে দিচ্ছে। ইসরায়েল যা করছে, তা কয়েক দশকের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ধ্বংস করে দিচ্ছে—বিশ্বকে এটা অবশ্যই মানতে হবে।

জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দখলদার বাহিনী গাজায় যা করছে, তার পরিণতি ভোগ করতে হবে। ইসরাইল সহিংস পরিবেশের সৃষ্টি করছে।

বিএনএ/ ওজি,জিএন

Loading


শিরোনাম বিএনএ