29 C
আবহাওয়া
৩:৫৫ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ র‍্যালি

রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ র‍্যালি


বিএনএ, রাঙ্গামাটি : কাতার বিশ্বকাপে উন্মোদনা ছড়িয়ে পড়ছে দেশ জুড়ে, পিছিয়ে নেই রাঙ্গামাটি। আর্জেন্টিনা ও ব্রাজিলের ব্রীজের পর এবার বর্ণাঢ্য

র‍্যালি নিয়ে আলোচনায় আসছেন রাঙ্গামাটি। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকালে রাঙ্গামাটি শহরে আনন্দ মিছিল করছেন আর্জেন্টিনা সমর্থকরা।

পূর্বের ঘোষণা অনুযায়ী জার্সি গায়ে শহীদ মিনারে জড়ো হতে থাকেন সমর্থকরা। পরবর্তীতে শহীদ মিনার থেকে শুরু হওয়া মিছিলটি আসাম বস্তি হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে রিজার্ভ বাজারের আর্জেন্টিনা ব্রীজ হিসেবে পরিচিত (বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ তালুকদার) সেতুতে র‌্যালিটি শেষ হয়।

দেখা গেছে, মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার আর্জেন্টিনার সমর্থকরা অংশ নিয়েছেন। আর্জেন্টিনার জার্সি গায়ে, পতাকা নিয়ে করছেন আনন্দ মিছিল। র‌্যালিতে ছিল মোটরসাইকেল শোডাউন।

আর্জেন্টিনার সমর্থক হাবিবুর রহমান বলেন, ‘আর্জেন্টিনা বরাবরই একটি জনপ্রিয় ফুটবল দল। তবে গত বিশ্বকাপের চেয়ে এবারের স্কোয়াড অনেক ভালো। এবারের বিশ্বকাপের ট্রফি লিওনেল মেসির হাতে উঠবে।’

করিম নামে আরেক সমর্থক বলেন, আমাদের প্রিয় দল আর্জেন্টিনা ও প্রিয় খেলোয়াড় মেসিকে ভালোবেসে আনন্দ র‍্যালিতে এসেছি। মেসির নেতৃত্বে আর্জেন্টিনা টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকায় এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা টিম বেশ উজ্জীবিত যা বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখবে।

আয়োজক কমিটির সদস্য নাছির উদ্দিন সোহেল বলেন, রাঙ্গামাটিতে আমরা যারা আর্জেন্টিনা দলের সমর্থন আছি তারা প্রিয় দলকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ র‌্যালি করেছি। আশা করি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের অনুপ্রেরণা দেওয়া হলে একদিন বাংলাদেশ ও বিশ্বকাপ খেলবে।

এদিকে আর্জেন্টিনার পর ব্রাজিল সমর্থকেরা মিছিলের ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে।

বিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ