18 C
আবহাওয়া
৯:৩৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » সাবেক প্রতিমন্ত্রী আফছার উদ্দিনের ইন্তেকাল

সাবেক প্রতিমন্ত্রী আফছার উদ্দিনের ইন্তেকাল

সাবেক প্রতিমন্ত্রী আফছার উদ্দিনের ইন্তেকাল

বিএনএ ঢাকা: বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের ছোট ভাই সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট আফছার উদ্দিন আহমদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার (১৬ নভেম্বর) মধ্যরাতে ঢাকার বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।

আফছার উদ্দিন আহমদ একজন আইনজীবী ছিলেন। তিনি ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৬ সালের ২৩ জুন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী মনোনীত হন আফছার উদ্দিন আহমেদ। মাত্র ছয় মাস পর ১৯৯৭ সালে পদত্যাগ করেন (২৩ জুন ১৯৯৬-১৯৯৭) তিনি।

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। গাজীপুর জেলা আইনজীবী সমিতির আজীবন সদস্যও ছিলেন আফছার উদ্দিন।

স্বজনরা জানান, বুধবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় কাপাসিয়ার উপজেলার দরদরিয়া নিজ বাড়ি সংলগ্ন দরদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে  স্ত্রী, দুই ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৮১ বছর।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ
কোহলিকে জরিমানা অবৈধ বিদেশি নাগরিকদের ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জন করতে হবে বায়ুদূষণ থেকে রক্ষা পেতে Air Quality Index অনুসরণের আহ্বান অগ্নিকাণ্ডে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি নিরূপণে ২ টি কমিটি গঠন শিক্ষার মান উন্নয়নে সবার সহযোগিতা অপরিহার্য-প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের ছাড় নেই- আসিফ মাহমুদ ত্রিপুরাদের বাড়িতে অগ্নিসংযোগকারী বেনজীরের গুন্ডাদের রেহাই নেই-পার্বত্য উপদেষ্টা জোরারগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক ও সম্মেলন সম্পন্ন রাজধানীতে নারীর মরদেহ উদ্ধার