31 C
আবহাওয়া
২:১৮ পূর্বাহ্ণ - মে ১৬, ২০২৪
Bnanews24.com
Home » বিশ্বজিৎ হত্যা:যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোশাররফ গ্রেফতার

বিশ্বজিৎ হত্যা:যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোশাররফ গ্রেফতার

বিশ্বজিৎ হত্যা: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোশাররফ গ্রেফতার

বিএনএ, ডেস্ক : দীর্ঘ ১০ বছর পর  বিশ্বজিৎ হত্যাকাণ্ডের পলাতক আসামি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।রোববার (১৬ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৭ অক্টোবর) র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক মো. ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১২ সালের ৯ ডিসেম্বর দর্জি দোকানের কর্মচারী বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ২১ আসামির মধ্যে ৮ জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন দেন আদালত। তাদের মধ্যে অন্যতম মোশাররফ। নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেও তিনি পলাতক ছিল।

ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আটটি আপিল ও সাতটি জেল আপিল করেন আসামিরা। এসব আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি একসঙ্গে নিয়ে ২০১৭ সালের ৬ আগস্ট রায় দেন হাইকোর্ট। বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা করেন। রায়ে দুজনের মৃত্যুদণ্ড বহাল, ১৫ জনের আমৃত্যু কারাদণ্ড এবং চারজনকে খালাস দেওয়া হয়।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ