27 C
আবহাওয়া
৪:৪১ পূর্বাহ্ণ - মে ১৯, ২০২৪
Bnanews24.com
Home » কুবিতে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন: উপস্থিতি ৯৫.৫৬ শতাংশ

কুবিতে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন: উপস্থিতি ৯৫.৫৬ শতাংশ

কুবিতে 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন: উপস্থিতি ৯৫.৫৬ শতাংশ

বিএনএ,  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ঃঅন্যান্য বিশ্ববিদ্যালয়ের মত কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কেন্দ্রেও গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের (২০২০-২০২১) সেশনের অনার্স প্রথম বর্ষের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ১৭ অক্টোবর (রোববার) বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভিন্ন অনুষদ ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা যায়, ‘ক’ ইউনিটে পরিক্ষায় চূড়ান্ত আবেদন কারীর সংখ্যা ১,৩১, ৯০৫ জন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘ ক’ ইউনিটে ২ হাজার ৩৯৪ জন পরীক্ষার্থীর অংশ নেয়। যা মোট পরীক্ষার্থীর ৯৫.৫৬শতাংশ। এছাড়া ১১১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বিশ্ববিদ্যালয়ের ৪টি একাডেমিক ভবনের ৫৪ টি কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষার ‘ক’ ইউনিটের আহ্বায়ক ড. দুলাল চন্দ্র নন্দী বলেন, সবার সহযোগিতায় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোন ধরণের অপ্রীতিকর কিছু সৃষ্টি হয়নি।

পরীক্ষার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, সেন্ট্রাল থেকে প্রশ্নপত্র এসেছি সেটি আমরা পরীক্ষা কমিটির মাধ্যমে রিসিভ করেছি। রাতভর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সেটি সংরক্ষণ করা হয়েছে। এছাড়া নির্বিঘ্নে প্রশ্নপত্র বিভিন্ন পরীক্ষার হলগুলোতে পাঠানোর মধ্য দিয়ে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

বিএনএ/ হাবিবুর রহমান, ওজি

 

Loading


শিরোনাম বিএনএ