27 C
আবহাওয়া
৮:৩৭ পূর্বাহ্ণ - অক্টোবর ৫, ২০২৩
Bnanews24.com
Home » ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ আশপাশের জেলা

ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ আশপাশের জেলা

ভূমিকম্পে কাঁপল ঢাকা

বিএনএ, ঢাকা:  রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার  (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে এ কম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সার্চ ইঞ্জিন গুগলের তথ্য বলছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার দশমিক ২। এছাড়া ৪.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ময়মনসিংহ জেলা। ভূমিকম্পের উৎপত্তিস্থল মুক্তাগাছা উপজেলা।

গত ১৪ আগস্ট রাত ৮টা ৫১ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৫।

বাংলাদেশে সর্বশেষ গত ৯ সেপ্টেম্বর সর্বশেষ  ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৪।

তার আগে, গত ১৬ই জুন রাজধানীসহ সারা দেশে ৪.৫ মাত্রার মৃদু ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল সিলেটের গোলাপগঞ্জ। মে মাসের ৫ তারিখে ঢাকা ও এর আশেপাশের এলাকায় যে ভূমিকম্পটি হয়েছিল, তার মাত্রা ছিল ৪.৩।

বিএনএ/ ওজি/ হাসনাহেনা

 

Total Viewed and Shared : 11,334 


শিরোনাম বিএনএ