15 C
আবহাওয়া
৯:০৭ অপরাহ্ণ - জানুয়ারি ২, ২০২৫
Bnanews24.com
Home » নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে প্রাইভেটকার

নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে প্রাইভেটকার


বিএনএ, ঢাকা: রাজধানীর গ্রিনরোডে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উঠে পড়ে বেপরোয়া গতির একটি প্রাইভেটকার। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৬ আগস্ট) রাত ৯টার দিকে ঢাকা মেট্রো-গ ৩৪-৫০৪৮ নম্বরের একটি প্রাইভেটকার আইল্যান্ডে উঠে যায়। রাতে ট্রাফিক ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার জাহিদ আহসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রিনরোডের ৮ নম্বর সড়কের আইল্যান্ডের ওপর একটি প্রাইভেটকার উঠে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে গাড়িটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

সহকারী পুলিশ কমিশনার জাহিদ আহসান আরও বলেন, গাড়ির চালক জানিয়েছেন তার গাড়ির চাকায় হাওয়া কম ছিল। যার কারণে হঠাৎ আইল্যান্ডে উঠে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আইল্যান্ড থেকে গাড়ি সরিয়ে চালক নিজেই ড্রাইভ করে চলে যান।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ