29 C
আবহাওয়া
৬:৫৯ পূর্বাহ্ণ - এপ্রিল ২৮, ২০২৪
Bnanews24.com
Home » ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের যত হোয়াইটওয়াশ

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের যত হোয়াইটওয়াশ


বিএনএ স্পোর্টস ডেস্ক: তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। প্রথম দুই ওয়ানডের মতো এই জয় অত সহজে আসেনি। আগে ব্যাটিং করে গায়ানার প্রভিডেন্সে ওয়েস্ট ইন্ডিজ ১৭৮ রান জমা করে। বাংলাদেশ মাত্র ৯ বল আগে লক্ষ্যে পৌঁছে যায়।

ওয়েস্ট ইন্ডিজকে এর আগেও বাংলাদেশ দুইবার হোয়াইটওয়াশ করেছিল। ২০০৯ সালে এবং ২০২১ সালে। প্রথমটি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। পরেরটি দেশের মাটিতে। এবার তাদের মাটিতেই আবার তাদের ধবলধোলাই করলো তামিম অ্যান্ড কোং।

এটি ছিল তাদের ১৬তম হোয়াইটওয়াশের কীর্তি। টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে এটা বাংলাদেশের ১৩তম হোয়াইটওয়াশ। বাংলাদেশের কাছে সবচেয়ে বেশি ছয়বার এই লজ্জা পেয়েছে জিম্বাবুয়ে। ওয়েস্ট ইন্ডিজ তিনবার। কেনিয়া, নিউ জিল্যান্ড দুইবার করে এবং আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও পাকিস্তানকে একবার করে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।

এক নজরে বাংলাদেশের হোয়াইটওয়াশ

সাল প্রতিপক্ষ ব্যবধান
২০০৫-০৬ কেনিয়া ৪-০
২০০৬ কেনিয়া ৩-০
২০০৬-০৭ জিম্বাবুয়ে ৫-০
২০০৬-০৭ স্কটল্যান্ড ২-০
২০০৭-০৮ আয়ারল্যান্ড ৩-০
২০০৯ ওয়েস্ট ইন্ডিজ ৩-০
২০১০-১১ নিউ জিল্যান্ড ৪-০
২০১৩-১৪ নিউ জিল্যান্ড ৩-০
২০১৪-১৫ জিম্বাবুয়ে ৫-০
২০১৫ পাকিস্তান ৩-০
২০১৫ জিম্বাবুয়ে ৩-০
২০১৮ জিম্বাবুয়ে ৩-০
২০১৮ জিম্বাবুয়ে ৩-০
২০২১ ওয়েস্ট ইন্ডিজ ৩-০
২০২১ জিম্বাবুয়ে ৩-০
২০২২ ওয়েস্ট ইন্ডিজ ৩-০।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ