14 C
আবহাওয়া
৯:১৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » ৩ দিনের রিমান্ডে মাহমুদ হাসান গুনবি

৩ দিনের রিমান্ডে মাহমুদ হাসান গুনবি

৩ দিনের রিমান্ডে মাহমুদ হাসান গুনবি

বিএনএ, ঢাকা : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ‘আধ্যাত্মিক নেতা’ মাহমুদ হাসান গুনবি ওরফে হাসানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

শনিবার (১৭ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালতে তাকে হাজির পর হয়।এসময় মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম ইউনিটের এসআই মাসুদ রানা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মাহমুদ হাসান গুনবির ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামির পক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

বৃহস্পতিবার(১৫ জুলাই) রাতে রাজধানীর শাহ আলী থানাধীন বেড়িবাঁধসংলগ্ন এলাকা থেকে মাহমুদ হাসান গুনবিকে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব জানায়, বিভিন্ন ওয়াজ মাহফিলে অংশ নিয়ে তার আড়ালে এবং বিভিন্ন বক্তব্যের মাধ্যমে জঙ্গিবাদের প্রচারণা এবং জঙ্গিদের রিক্রুট করতেন দাওয়াত-ই ইসলামের সভাপতি ও আনসার আল ইসলামের আধ্যাত্মিক নেতা মাহমুদ হাসান গুনবি ওরফে হাসান।

বিএনএ নিউজ/শহীদুল/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ