14 C
আবহাওয়া
৯:৫৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » স্কুল ব্যাগে ইয়াবা বহন : গ্রেফতার ১

স্কুল ব্যাগে ইয়াবা বহন : গ্রেফতার ১

স্কুল ব্যাগে ইয়াবা বহন : গ্রেফতার ১

বিএনএ, ঢাকা : সাধারণত স্কুল ব্যাগে বই খাতা থাকে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ফাঁকি দিতে সে স্কুল ব্যাগে বহন করা হচ্ছিলো ইয়াবা। তবে বিধি বাম, ধরা পড়ে গেলো। শুক্রবার (১৬ জুলাই) রাতে পল্লবীর কালশী এলাকা হতে পুলিশ ৩ হাজার পিস ইয়াবাসহ আলিমুল হক ইমনকে গ্রেফতার করে।

শনিবার পল্লবী থানার অফিসার ইনচার্জ মোঃ পারভেজ ইসলাম জানান, শুক্রবার পল্লবীর কালশী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছিলো পুলিশ টিমের সদস্যরা। রাত সাড়ে দশটায় একজনের কাঁধে স্কুল ব্যাগ দেখে সন্দেহ হয় টহল পুলিশের। তখন তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কথা অসংলগ্ন হওয়ায় কাঁধে থাকা স্কুল ব্যাগ তল্লাশি করলে পাওয়া যায় ১৫টি জীপারযুক্ত ছোট পলিপ্যাক। যার প্রতিটি প্যাকের মধ্যে পাওয়া যায় ২০০টি করে মোট ৩০০০ পিস ইয়াবা।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আলিমুল এই ইয়াবা গাজীপুরের কোনাবাড়ি থেকে ঢাকায় একজনকে দেয়ার জন্য নিয়ে এসেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে। তার বিরুদ্ধে পল্লবী থানায় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিস্তারিত তদন্ত অব্যাহত আছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ