30 C
আবহাওয়া
১:৫১ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে হত্যা

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে হত্যা


বিএনএ, ঢাকা: রাজধানীর ডেমরায় ছিনতাইকারী সন্দেহে রাকিব মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাহিন ও নাজমুল নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে বাদশা মিয়া রোডের ৬ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত রাকিব মিয়ার গ্রামের বাড়ি দিনাজপুরে। তিনি ডেমরার পাইকি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানা গেছে।

রাকিবকে হাসপাতালে নিয়ে আসা জুবায়ের হোসেন জানান, ডেমরার বাদশা মিয়া রোডের ৬ নম্বর গলিতে একটি নির্মাণাধীন ভবনের পাশ দিয়ে যাচ্ছিলেন রাকিব মিয়া। এসময় মোবাইল ছিনতাইকারী সন্দেহে তাকে ইট দিয়ে আঘাত করেন স্থানীয়রা। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মারধরের শিকার এক ব্যক্তিকে হাসপাতালে আনার পর তাকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকরা। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। এ ঘটনায় শাহিন ও নাজমুল নামে দুজনকে আটক করেছে ডেমরা থানা পুলিশ।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ