31 C
আবহাওয়া
৪:০১ অপরাহ্ণ - মে ৩১, ২০২৪
Bnanews24.com
Home » নাজিরহাট পৌরসভা নির্বাচনে এ কে জাহেদ চৌধুরী বিজয়ী

নাজিরহাট পৌরসভা নির্বাচনে এ কে জাহেদ চৌধুরী বিজয়ী

নাজিরহাট পৌরসভা নির্বাচনে এ কে জাহেদ চৌধুরী বিজয়ী

বিএনএ, চট্টগ্রাম : নাজিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী একে জাহেদ চৌধুরী। তিনি ১০ হাজার ১৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।  তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোবাইল প্রতীকে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আনোয়ার পাশা পেয়েছেন ৭ হাজার ১ শত ৭৪ ভোট।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা।

নাজিরহাট পৌরসভার ভোটাররা এই প্রথমবারের মতো ইভিএমে ভোট দেন। তাই ভোট নিয়ে ভোটারদের মধ্যে বেশ কৌতূহল ছিল।পৌরসভার ২২ টি ভোট কেন্দ্রে ভোটার ছিলেন  ৪৪ হাজার ৭শ’ ৮৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৩ হাজার ৯শ’ ৩০ জন ও নারী ভোটার ২০ হাজার ৮ শত ৫৬ জন।  ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।

নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মাওলানা জয়নাল আবেদীন, ২ নং ওয়ার্ডে আমান উল্লাহ, ৩ নং ওয়ার্ডে ওসমান গণি, ৪ নং ওয়ার্ডে মোহাম্মদ শাহজাহান, ৫ নং ওয়ার্ডে মোস্তফা কামাল, ৬ নং ওয়ার্ডে মাওলানা ইয়াকুব, ৭ নং ওয়ার্ডে মাওলানা মঞ্জুর মিয়া, ৮ নং ওয়ার্ডে মোহাম্মদ আলী, ৯ নং ওয়ার্ডে মো. সোলায়মান নির্বাচিত হয়েছেন।

এছাড়াও, সংরক্ষিত ১, ২, ৩ নং ওয়ার্ডে ছলিমা আক্তার শিউলী; ৪, ৫, ৬ নং ওয়ার্ডে রহিমা বেগম এবং ৭, ৮, ৯ নং ওয়ার্ডে হাসিনা মমতাজ নির্বাচিত হয়েছেন।
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ