27 C
আবহাওয়া
৫:২১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ভাড়া নিয়ে তর্ক, বাসের ধাক্কায় আহত চবির দুই শিক্ষার্থী

ভাড়া নিয়ে তর্ক, বাসের ধাক্কায় আহত চবির দুই শিক্ষার্থী


বিএনএ,চবি: ভাড়া নিয়ে তর্কের ধরে বাসের ধাক্কায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষার্থী  আহত হয়েছে।বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে।বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

অভিযোগে বলা হয়, গতরাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে মুরাদপুর থেকে দ্রুতযান বাসে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হন তারা। বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে বাস পৌঁছালে নিয়মিত ভাড়ার অতিরিক্ত চাওয়ায় বাসের সহযোগীর সঙ্গে কথা কাটাকাটি হয় শিক্ষার্থীদের।  একজন শিক্ষার্থী বাসের নম্বর শনাক্তের জন্য বাসের সামনে গেলে চালক বাস ছেড়ে দেন। এ সময় বাসের ধাক্কায় শরীরে আঘাত পান চবি ছাত্রী নওরিন আক্তার। এছাড়া আরেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল নাইম বাস থামাতে গেলে তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এসএএম জিয়াউল ইসলাম  বলেন, প্রক্টর অফিসে কয়েকজন শিক্ষার্থী একটি লিখিত অভিযোগ দিয়েছে। রোববার আমরা বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ