35 C
আবহাওয়া
৬:৩১ অপরাহ্ণ - এপ্রিল ১৮, ২০২৪
Bnanews24.com
Home » প্রেমের টানে কাটাঁতার ডিঙিয়ে বাংলাদেশে প্রেমিকা, পতাকা বৈঠকে ফেরত

প্রেমের টানে কাটাঁতার ডিঙিয়ে বাংলাদেশে প্রেমিকা, পতাকা বৈঠকে ফেরত


বিএনএ ডেস্ক, ঢাকা: প্রেমের টানে কাটাঁতার ডিঙিয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভারতীয় নারী। পরে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাকে নিজ দেশে ভারতে ফেরত পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের সর্দারপাড়া এলাকার হাসিনুর রহমানের বাড়িতে ভারতীয় তরুণী খুুশনুমার অবস্থানের তথ্য পায় পুলিশ। এসময় অবৈধ্য অনুপ্রবেশের দায়ে ১৭ বছর বয়সী ওই তরুণীকে আটক করা হয়।

পুলিশ জানায়, খুুশনুমা নামে ওই তরুণী ভারতের উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার হাড়িয়ানা গ্রামের ইশরাইল হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানান, আট বছর পূর্বে অভাব-অনাটনে পড়ে পালিয়ে ভারতে যান ঠাকুরগাঁও ইশরাইল হোসেনের ছেলে আব্দুল লতিফ ওরফে রকিব। এখন তার বয়স ২১ বছর। কেরালা রাজ্যের হাজি আলী নামে একটি হোটেলে কাজ পায় রাকিব। সেই হোটেলে কাজ করতেন খুুশনুমার বড় ভাই। সেখানে তাদের পরিচয়ের পর রকির বিভিন্ন সময় ওই তরুণীর বাড়িতে যাতায়াত করতেন। এভাবেই খুশনুমা-রাকিবের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক।

স্থানীয়রা জানান, রকিব কয়েক দিন আগে দেশে ফিরে আসেন। পরে খুশনুমাও গত বুধবার রাতে ভারতের মুড়িখাওয়া ও বাংলাদেশের তেঁতুলিয়া সর্দারপাড়া সীমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করে। সীমান্ত পার হয়ে স্থানীয় হাসিনুর রহমানের বাড়িতে আশ্রয় নেয় ওই তরুণী।

বৃহস্পতিবার সীমান্ত গ্রাম সর্দার পাড়া এলাকায় ওই তরুণীর অবস্থান জানতে পারে স্থানীয়রা। সন্দেহ হলে তেঁতুলিয়া মডেল থানায় খবর দেয় তারা। পরে পুলিশ ভারতীয় তরুণীতে আটক করে থানায় নিয়ে যায়। তরুণীকে আটকের খবর পেয়ে থানায় ছুটে যায় রাকিব। সেখানে দুজন নিজেদের বিবাহিত দাবী করলেও প্রমাণ দেখাতে পারেননি তারা। তবে এসসঙ্গে সংসার করার আকুতি জনায় রাকিব ও খুশনুমা।

পুলিশ জানায়, খুশনুমা অপ্রাপ্তবয়স্ক। বৈধভাবে বাংলাদেশে না আসায় ওই যুবকের হাতে তাকে তুলে দেয়া সম্ভব নয়।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ